বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরা জেলায় ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলায় ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ 

মাগুরা জেলার বিভিন্ন আদালতে ৩১জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। 

গত ৩১ অক্টোবর এ সম্পর্কিত চারটি নিয়োগাদেশ জারি করা হয়। 

মাগুরার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রধানপূর্বক নিম্নছকে বর্ণিত আইনজীবীদের তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে মাগুরা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রার্থী সাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। 

টিএইচ