সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাগুরা জেলায় ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলায় ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ 

মাগুরা জেলার বিভিন্ন আদালতে ৩১জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। 

গত ৩১ অক্টোবর এ সম্পর্কিত চারটি নিয়োগাদেশ জারি করা হয়। 

মাগুরার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রধানপূর্বক নিম্নছকে বর্ণিত আইনজীবীদের তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে মাগুরা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রার্থী সাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। 

টিএইচ